Wednesday, June 27, 2012

সাইবার অপরাধের প্রতিরোধ কী

সাইবার অপরাধ প্রতিরোধে সহায়তার জন্য সরকারি উদ্যোগে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) অধীনে বাংলাদেশ কম্পিউটার সিকিউরিটি ইনসিডেন্ট রেসপন্স টিম (বিডি-সিএসআইআরটি) গঠন করা হয়েছে। এর ওয়েবসাইটও চালু হয়েছে। সেখানে যেকোনো ধরনের সাইবার অপরাধের শিকার হলে আপনি জানাতে পারবেন। পরবর্তী সময়ে সমস্যা অনুযায়ী পরামর্শ দেবেন বিডি-সিএসআইআরটি কর্তৃপক্ষ।

বিডি-সিএসআইআরটিতে কোনো সমস্যা জানানোর ওয়েব ঠিকানা হলো: www.csirt.gov.bd। সেখানে বিস্তারিত তথ্য পাবেন।
ফোন নম্বর: ০২-৭১৬২২৭৭ বর্ধিত ৪৪৪ ফ্যাক্স: ০২-৯৫৫৬৬৭৭
ই-মেইলেও আপনার সমস্যা জানাতে পারেন: contact@csirt.gov.bd

Just Click To know me

No comments:

Post a Comment