রাজশাহীর গোদাগাড়ীতে একটি নিম গাছে অলৌকিকভাবে ২টি সাপের সদৃশ ডাল গজিয়েছে। হঠাৎ করে গজিয়ে উঠা ডাল দুটি সাপের সদৃশ
এবং এই সাপ দুটি ফণা তুলে
রয়েছে। উপজেলার গোগ্রাম ইউনিয়নের উছড়াকান্দর গ্রামের হায়দার আলীর পুকুর পাড়ে
একটি নিম গাছে
ফণা তোলা সাপ ২টি এক নজর দেখতে দুর দুরান্ত থেকে শত শত নারী-পুরুষ নিম গাছের সামনে ভিড় জমাচ্ছে গত ৫ দিন ধরে। হায়দার আলীর স্ত্রী সেরাতুন্নেসা জানান,
গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তার নাতি রনি (১৪) নিম গাছের একটি
ডাল কেটে ফেলে। শুক্রবার সকালে গিয়ে
দেখে ডালের কাটা
অংশ থেকে ২টি সাপের সদৃশ ডাল গজিয়েছে। এ ডাল দুটির দৈর্ঘ্য প্রায়
২৪ ইঞ্চি। অলৌকিকভাবে ২টি সাপের সদৃশ
ডাল গজানোর পর থেকে বাঁশের বেড়া
দিয়ে নিমের গাছটিকে ঘিরে ফেলা হয়েছে। দেখতে আসা দর্শকেরা সাপ ২টিকে দেখে
মন্তব্য করছেন এটি জিন-ভূতের কারবার। আবার কেউ কেউ বলছে এটি আল্লাহ্র একটি নিদর্শন।
উপজেলা জামে
মসজিদের পেশ ইমাম
মাওলানা শরিফুল ইসলাম
বলেন, এ ধরনের
অলৌকিক বিষয়ে পবিত্র কুরআন শরিফ অথবা
হাদিসে কোন ধরনের
ব্যাখ্যা দেয়া নেই। এই বিষয়টি একটি
কুসংস্কার। এটিকে নিয়ে
ধর্মীয়ভাবে বাড়াবাড়ি না করার জন্য লোকজনের প্রতি আহ্বান জানান। তবে সনাতন (হিন্দু) ধর্মের লোকেরা সাপ ২টিকে দেবতা আখ্যায়িত করে পূজা দেয়ার
পাশাপাশি প্রণাম করেছে।
এদিকে নিম গাছের ডাল কাটার
পর থেকেই রনি অসুস্থ হয়ে পড়েছে। মাঝে মধ্যেই সংজ্ঞাহীন হয়ে পড়ছে। তাকে
বাড়িতে ধরে রাখা
যাচ্ছে না। সে চিৎকার দিয়ে বলছে
আমি নিম গাছের
কাছে যাব। আলাম
নামে এক ব্যক্তি জানান, রাতের বেলায়
সাপ ২টিতে আলো জ্বলতে দেখা যাচ্ছে। আর সে আলো দেখার পর প্রতি
রাতে ঘুমাতে পারছে
না। নিম গাছটির পাশে একাধিক জিন ভূতের কবিরাজ হাজির
হয়ে ঝার ফুঁ দিচ্ছে।
No comments:
Post a Comment