Friday, April 5, 2013

Blogger of Shahbag with others: এ কি গণজাগরণ মঞ্চ? নাকি কৌতুক মঞ্চ?

Blogger of Shahbag with others: এ কি গণজাগরণ মঞ্চ? নাকি কৌতুক মঞ্চ?: আমরা অনেকেই বলে থাকি, আমরা হুজুগে-বাঙ্গালী। আসলে আমরা কি তাই? এর উত্তর জানতে চুলচেরা বিশ্লেষণের কোন দরকার নেই, দরকার শুধু বিবেককে জাগিয়ে ...

Wednesday, August 1, 2012


রাজশাহীর গোদাগাড়ীতে একটি নিম গাছে অলৌকিকভাবে ২টি সাপের সদৃশ ডাল গজিয়েছে হঠা করে গজিয়ে উঠা ডাল দুটি সাপের সদৃশ এবং এই সাপ দুটি ফণা তুলে রয়েছে উপজেলার গোগ্রাম ইউনিয়নের উছড়াকান্দর গ্রামের হায়দার আলীর পুকুর পাড়ে একটি নিম গাছে ফণা তোলা সাপ ২টি এক নজর দেখতে দুর দুরান্ত থেকে শত শত নারী-পুরুষ নিম গাছের সামনে ভিড় জমাচ্ছে গত দিন ধরে হায়দার আলীর স্ত্রী সেরাতুন্নেসা জানান, গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তার নাতি রনি (১৪) নিম গাছের একটি ডাল কেটে ফেলে শুক্রবার সকালে গিয়ে দেখে ডালের কাটা অংশ থেকে ২টি সাপের সদৃশ ডাল গজিয়েছে ডাল দুটির দৈর্ঘ্য প্রায় ২৪ ইঞ্চি অলৌকিকভাবে ২টি সাপের সদৃশ ডাল গজানোর পর থেকে বাঁশের বেড়া দিয়ে নিমের গাছটিকে ঘিরে ফেলা হয়েছে দেখতে আসা দর্শকেরা সাপ ২টিকে দেখে মন্তব্য করছেন এটি জিন-ভূতের কারবার আবার কেউ কেউ বলছে এটি আল্লাহ্র একটি নিদর্শন
 উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা শরিফুল ইসলাম বলেন, ধরনের অলৌকিক বিষয়ে পবিত্র কুরআন শরিফ অথবা হাদিসে কোন ধরনের ব্যাখ্যা দেয়া নেই এই বিষয়টি একটি কুসংস্কার এটিকে নিয়ে ধর্মীয়ভাবে বাড়াবাড়ি না করার জন্য লোকজনের প্রতি আহ্বান জানান তবে সনাতন (হিন্দু) ধর্মের লোকেরা সাপ ২টিকে দেবতা আখ্যায়িত করে পূজা দেয়ার পাশাপাশি প্রণাম করেছে
 এদিকে নিম গাছের ডাল কাটার পর থেকেই রনি অসুস্থ হয়ে পড়েছে মাঝে মধ্যেই সংজ্ঞাহীন হয়ে পড়ছে তাকে বাড়িতে ধরে রাখা যাচ্ছে না সে চিৎকার দিয়ে বলছে আমি নিম গাছের কাছে যাব আলাম নামে এক ব্যক্তি জানান, রাতের বেলায় সাপ ২টিতে আলো জ্বলতে দেখা যাচ্ছে আর সে আলো দেখার পর প্রতি রাতে ঘুমাতে পারছে না নিম গাছটির পাশে একাধিক জিন ভূতের কবিরাজ হাজির হয়ে ঝার ফুঁ দিচ্ছে

Monday, July 23, 2012

Ramadan Dua: DAY 3



Allah, on this day, grant me wisdom and awareness, keep me away from foolishness and pretension, grant me a share in every blessing you send down, by your generosity, O the most Generous.

Ramadan Dua: DAY 2


Allah, on this day, take me closer towards your pleasure, keep me away from your anger and punishment, grant me the opportunity to recite your verses (of the Qur'an), by your mercy, O the most Merciful.

Saturday, July 21, 2012

Ramadan Dua: DAY 1


Allah, on this day make my fasts of those who fast (sincerely), and my standing up in prayer of those who stand up in prayer (obediently), awaken me in it from the sleep of the heedless, and forgive me my sins, O God of the worlds, and forgive me, O one who forgives the sinners.

Tuesday, July 17, 2012

Your Blood Group indicates your type

                                                                  রক্তের গ্রুপ জানলেই
বোঝা যাবে মানুষ কেমন


আপনি জানেন কি মানুষের রক্তের গ্রুপ তার কিছু নিজস্ব স্বকীয় বৈশিষ্ট্য বহন করে। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি বিভিন্ন রক্তের গ্রুপের মানুষের স্বভাবের স্বভাবগত বিশ্লেষণে।

O+ = ' পজিটিভ' ব্লাড গ্রুপের মানুষ স্বচ্ছ দৃষ্টিসম্পন্ন, গভীর মনোযোগী, উচ্চাকাঙ্ক্ষী, স্বাস্থ্যবান, বাকপটু, বাস্তববাদী, রোমান্টিক এবং অত্যান্ত বুদ্ধিমান হয়ে থাকে।
O- = ' নেগেটিভ' গ্রুপের মানুষ সাধারণত অন্যের মতামতকে গ্রাহ্য করে না। সমাজে মর্যাদা বাড়াতে আগ্রহী, বড়লোকের সঙ্গপ্রিয় এবং বড় বেশি বাচাল।
A+ = ' পজিটিভ' ব্লাড গ্রুপের মানুষ গোছগাছপ্রিয়, দক্ষ চাকুরে এবং খুঁতখুঁতে স্বভাবের হয়ে থাকে। এরা আত্দকেন্দ্রিক, সুবিচারক, শান্ত, নিয়মতান্ত্রিক, বিশ্বস্ত, নিয়মানুবর্তী পরিষ্কার-পরিচ্ছন্ন।
A- = ' নেগেটিভ' ব্লাড গ্রুপের মানুষ খুব খুঁতখুঁতে স্বভাবের এবং কিছুটা অমনোযোগী। কিন্তু অপ্রয়োজনীয় বিষয়ে বেশি মনোযোগী। এদের অন্যের বিরুদ্ধে অভিযোগ করার প্রবণতা বেশি। এদের আছে নিজেকে লুকানোর অভ্যাস এবং একঘেয়েমি জীবন।
B+ ='বি পজিটিভ' ব্লাড গ্রুপের মানুষ স্বাধীনচেতা, মেধাবী, নমনীয়, মনোযোগী, স্বাস্থ্যবান, সরল, দক্ষ, পরিকল্পনাবাদী, বাস্তববাদী, আবেগপ্রবণ এবং খুব বেশি রোমান্টিক হয়ে থাকে।
B- = 'বি নেগেটিভ' ব্লাড গ্রুপের মানুষ অসংযমী, অপরিণামদর্শী, দায়িত্বহীন, অলস, স্বার্থপর, অগোছালো, অবিবেচক এবং স্বার্থান্বেষী হয়ে থাকে।
AB+ = 'এবি পজেটিভ' ব্লাড গ্রুপের মানুষ সাধারণত সুবিবেচক, বুদ্ধিসম্পন্ন, হিসাবি, পরিকল্পনাবাদী, , কৌশলী, সংবেদনশীল, নিরেট এবং খুব চমৎকার সাংগঠনিক হয়ে থাকে।
AB- = 'এবি নেগেটিভ' ব্লাড গ্রুপের মানুষ দুর্বোধ্য, ক্ষমতাহীন, অন্যকে আঘাত করার প্রবণতা বেশি, এনার্জি স্বল্পতা, খুব বেশি রক্ষণশীল বেশি সংবেদনশীল হয়ে থাকেন।

nazrul_russell@yahoo.com; 17 July 2012